গুচ্ছ ভর্তি পরীক্ষা বিজ্ঞপ্তি মানবন্টন ২০২৩-২৪ | GST Admission Circular 2024

গুচ্ছ ভর্তি পরীক্ষা বিজ্ঞপ্তি | GST Admission Circular 2024

গুচ্ছ ভর্তি পরীক্ষা বিজ্ঞপ্তি মানবন্টন ২০২৩-২৪ | GST Admission Circular 2024.গুচ্ছ ভর্তি পরীক্ষা ২০২৪ কবে হবে।গুচ্ছ ভর্তি পরিক্ষার যোগ্যতা ২০২৪ কি? গুচ্ছ ভর্তি পরীক্ষা সার্কুলার ২০২৪, গুচ্ছ ভর্তি পরীক্ষার পাস মার্ক কত?
গুচ্ছ ভর্তি পরীক্ষা বিজ্ঞপ্তি মানবন্টন ২০২৩-২৪
গুচ্ছ ভর্তি পরীক্ষা বিজ্ঞপ্তি 


গুচ্ছ এডমিশন পরীক্ষা 2024

গুচ্ছ ভর্তি পরীক্ষার আবেদন প্রকিয়া।
বিভাগ Contact
আবেদন শুরু ১২ ফেব্রুয়ারি দুপুর ১২টা ১ মিনিট
আবেদন শেষ ২৬ ফেব্রুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত
আবেদন ফি ১৫০০ টাকা [৫০০]


গুচ্ছ ভর্তি পরীক্ষার তারিখ ২০২৪

গুচ্ছ ভর্তি পরীক্ষা কবে তা নিচে দেওয়া আছে। আপনার বিভাগ অনুযায়ী সুন্দর করে দেখে নিন। 
বিভাগ তারিখ ও সময়
বিজ্ঞান ২৮ এপ্রিল ২০২৪ সকাল ১১.০০ টা থেকে ১২.০০ টা
ব্যবসায় শিক্ষা ১০ মে ২০২৪ সকাল ১১টা থেকে ১২ টা পর্যন্ত
মানবিক ৩ মে  ২০২৪ ১১টা থেকে ১২ টা পর্যন্ত
সকল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সম্মতিতে সিদ্ধান্ত নেয়া হয়েছে ২০২৪ সালের ৩০শে জুনের মধ্যে গুচ্ছভুক্ত  ভর্তির সকল কার্যক্রম শেষ করে জুলাই মাস থেকে ক্লাস শুরু হবে।

গুচ্ছ ভর্তি পরিক্ষার যোগ্যতা ২০২৪

গুচ্ছ পরীক্ষার্থীকে ২০২০ ও ২০২১ সালের এসএসসি/সমমান এবং ২০২২ ও ২০২৩ সালের এইচএসসি/সমমান উত্তীর্ণ শিক্ষার্থীরা সাধারণভাবে ভর্তির যোগ্য বলে বিবেচিত হবেন এবং ভর্তি পরীক্ষার জন্য প্রাথমিক অনলাইন আবেদন করতে পারবেন। এছাড়াও আলাদা বিভাগের জন্য আলাদাভাবে যোগ্যতা নির্ধারণ করা হয়েছে।

  • বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের ক্ষেত্রে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক মিলিয়ে মোট ৮.০০ পয়েন্ট আলাদা করে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে ৩.৫০ করে থাকতে হবে নূন্যতম চতুর্থ বিষয় সহ। 
  • মানবিক বিভাগের শিক্ষার্থীদের জন্য মোট জিপিএ ৬ হতে হবে নূন্যতম এবং আলাদা আলাদা ভাবে ৩.০০ পয়েন্ট থাকতে হবে চতুর্থ বিষয় সহ।
  • বাণিজ্য বা ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষার্থীরা জিএসটি ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় আলাদা আলাদা ভাবে চতুর্থ বিষয় সহ ৩.৫০ করে পেতে হবে এবং মোট জিপিএ ৬.৫০ হতে হবে।

গুচ্ছ ভর্তি পরীক্ষার মানবন্টন ২০২৪

গুচ্ছ অধিভুক্ত বিশ্ববিদ্যালয় ভর্তি পরিক্ষায় মানবণ্টন ২০২৪ আনুযায়ী বহুনির্বাচনী প্রশ্ন MCQ পদ্ধতিতে মোট ১০০ নাম্বারের পরীক্ষা গ্রহণ করা হয়। বিভাগ ও বিষয় অনুযায়ী গুচ্ছ ভর্তি পরীক্ষার মানবন্টন ২০২৪ নিয়ে বিস্তারিত দেওয়া হলো-

গুচ্ছ ভর্তি পরীক্ষার মানবন্টন বিজ্ঞান বিভাগ

A Unit বা বিজ্ঞান বিভাগে মোট চারটি বিষয়ে পরিক্ষা দিতে হবে। এর মধ্যে দুটি আবশ্যিক বিষয়। যথা: পদার্থবিজ্ঞান ও রসায়ন। বাকি গণিত বা জীববিজ্ঞান থেকে একটি বিষয় এবং বাংলা, ইংরেজি থেকে একটি ঐচ্ছিক বিষয়সহ মোট চারটি বিষয়ে উত্তর করতে হবে। 
বিজ্ঞান বিভাগের মানবণ্টন ঃ
  • পদার্থবিজ্ঞান - ২৫. (আব্যশিক)
  • রসায়ন - ২৫. (আব্যশিক)
  • গণিত - ২৫.
  • জীববিজ্ঞান - ২৫.
  • বাংলা - ২৫.
  • ইংরেজি - ২৫.
গণিত, জীববিজ্ঞান, বাংলা এবং ইংরেজি যেকোন দুই টি বিষয়ে উত্তর করতে হবে। প্রতি বিষয়ে ২৫ টি করে মোট ১০০ মার্কের পরিক্ষা দিতে হবে।

A Unit পরীক্ষার্থীদের জন্য বিশেষ কোর্স


গুচ্ছ ভর্তি পরীক্ষার মানবন্টন B Unit বা মানবিক শাখা

তিনটি আবশ্যিক বিষয়ে প্রশ্ন থাকবে সবগুলোর উত্তর করতে হবে। যথা: বাংলা, ইংরেজি ও সাধারণ জ্ঞান। 
গুচ্ছ ভর্তি পরীক্ষা মানবিক বিভাগের মানবণ্টন ঃ
  • বাংলা - ৩৫.
  • ইংরেজি - ৩৫.
  • সাধারণ জ্ঞান - ৩০.

বাংলা ও ইংরেজিতে ৩৫ টি এবং সাধারণ জ্ঞানে ৩০টি প্রশ্নসহ মোট ১০০টি প্রশ্ন থাকবে।

B Unit পরীক্ষার্থীদের জন্য বিশেষ কোর্স

C Unit বা ব্যবসায় শিক্ষা শাখার মানবন্টন

গ ইউনিট বা বানিজ্য শাখায় ৪টি আবশ্যিক বিষয়ে পরিক্ষা দিয়ে উত্তীর্ণ হতে হবে। যথা: বাংলা, ইংরেজি, হিসাববিজ্ঞান, ব্যবস্থাপনা। হিসাববিজ্ঞান, ব্যবস্থাপনায় ৩৫টি ও বাংলা ১৫টি, ইংরেজি ১৫টি সহ মোট ১০০টি প্রশ্ন থাকবে। সব বিষয়ের উত্তর দিতে হবে।
ব্যবসায় বিভাগের মান বণ্টন ঃ
  • বাংলা - ১৫.
  • ইংরেজি - ১৫.
  • হিসাববিজ্ঞান - ৩৫.
  • ব্যবস্থাপনা- ৩৫.

C Unit পরীক্ষার্থীদের জন্য বিশেষ কোর্স

কেন এই কোর্স করবেন

কারণ এই কোর্স করার মাধ্যমে স্বল্প সময়ে সঠিক গাইডলাইন পাবেন ।ফলে ভালো প্রস্তুতি গ্রহণ সম্ভব হবে ও ভালো রেজাল্ট করতে পারবেন। তাছাড়া উপরে দেওয়া লিঙ্ক থেকে কোর্স কিনলে পাবেন বিশেষ ছাড়। তবে এই অফার টি থাকবে স্বল্প সময় পর্যন্ত থাকবে। তাই আর দেরি করবেন না।

গুচ্ছ ভর্তি পরীক্ষার পাস মার্ক কত 

আপনাদের জানা দরকার, গুচ্ছ ভর্তি পরীক্ষার পাস কত নাম্বারে হয়।
গুচ্ছ ভর্তি পরীক্ষার পাস মার্ক ৩০ নাম্বার । আলাদা করে কোন করার পাস নাম্বার পাওয়া লাগে না। তাই অন্য বিশ্ব বিদ্যালয়ের তুলনায় সুবিধা বেশি। উপরের এই কোর্স করলে কম সময়ে দ্রুত ভালো প্রস্তুতি নেওয়া যাবে। তাই দেরি না করে এখুনি আপনার কোর্সটি দেখে ফেলুন।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url