র‌্যাম এবং রম এর মধ্যে পার্থক্য কী?

র‌্যাম এবং রম এর মধ্যে পার্থক্য

র‌্যাম এবং রম-এর মধ্যে পার্থক্য,
র‌্যাম এবং রম-এর মধ্যে পার্থক্য 
কম্পিউটারের গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে র‌্যাম এবং রম। আমাদের জেনে রাখা ভাল যে কম্পিউটার র‌্যাম এবং রম কি,Ram ও rom এর মধ্যে কি কোন পার্থক্য আছে। র‌্যাম এবং রম এর মধ্যে পার্থক্য কী?

র‌্যাম (RAM): মাদারবোর্ডের সাথে সরাসরি সংযুক্ত যে মেমোরিতে রিড ও রাইট দুটি কাজই সম্পন্ন করা যায় সে মেমোরিকে র‌্যাম বলা হয়।

র ্যাম কত প্রকার

রম (Rom): প্রধান স্মৃতির এই অংশটি স্থায়ী,অপরির্বতনীতয় ও অধ্বংসাত্মক।

Rom কত প্রকার ও কি কি

ram ও rom এর মধ্যে পার্থক্য

র‌্যাম এবং রম এর মধ্যে পার্থক্য হচ্ছে - কমপিউটারে যতক্ষন বিদ্যুৎ সরবরাহ চালিত থাকে ততক্ষণ র‌্যামে তথ্য সমূহ সংরক্ষিত থাকে। বিদ্যুৎ সরবরাহ বন্ধ হওয়ার সাথে সাথে র‌্যাম তার  সমস্ত তথ্য মুছে ফেলে। অন্যদিকে, রম এ কম্পিউটার বন্ধ করলেও এই স্মৃতিতে রক্ষিত কোন তথ্য মুছে যায় না। এটি একটি পঠন স্মৃতি।

Ram এর বৈশিষ্ট্য

Ram এর পূর্ণরূপ কি

  • Ram এর পূর্ণরূপ হচ্ছে Random Access Memory।
  • র‌্যামে  অস্থায়ী ভাবে ডেটা সংরক্ষণ এবং র‌্যাম  থেকে ডেটা পঠন সম্ভব।
  • র‌্যাম  উদ্বায়ী(volatile)  মেমরি,অর্থাৎ বিদ্যুৎ সরবরাহ বন্ধ হলে র‌্যামে সংরক্ষিত ডেটা মুছে যায়।
  • চলমান প্রোগ্রাম এবং পুনঃপুনঃ পরিবর্তনশীল ডেটা র‌্যামে  সংরক্ষণ করা হয়।
  • অ্যাক্সেস সময় তুলনামূলকভাবে কম ।
  • র‌্যাম তৈরি করার সময় এতে কোন ডেটা থাকে না। 
  • তুলনামূলকভাবে দাম কম ।
  • এটি তৈরি করার ক্ষেএে ফ্লিপ-ফ্লপ ব্যবহার করা হয় ।
  • স্টাটিক র‌্যাম,ডাইনামিকর‌্যাম ইত্যাদি র‌্যামের শ্রেণীবিভাগ।

Rom এর বৈশিষ্ট্য

Rom এর পূর্ণরূপ কি

  • Rom এর পূর্ণরূপ হচ্ছে Read Only Memory।
  • সাধারণত রমে একবারই স্থায়ীভাবে ডেটা সংরক্ষণ করা হয় এবং প্রয়োজনে যেকোন সময় সংরক্ষিত ডেটা পঠন সম্ভব। তবে পুনঃপুনঃ ডেটা সংরক্ষণের সুবিধা সংবলিত রমও রয়েছে।
  • রম উদ্বায়ী নয় অর্থাৎ বিদ্যুৎ সরবরাহ বন্ধ হলেও রমে সংরক্ষিত ডেটা মুছে যায় না ।
  • সহজে পরিবর্তনের প্রয়োজন হয় না এমন ডেটা ও প্রোগ্রাম রমে সংরক্ষণ করা হয়। 
  • অ্যাক্সেস সময় তুলনামূলক ভাবে বেশি ।
  • তৈরি করার সময় এতে প্রয়োজনীয় কিছু ডেটা এবং প্রোগ্রাম দেয়া থাকে ।
  • তুলনামূলক ভাবে দাম বেশি।
  • তৈরি করার ক্ষেএে ফ্লিপ ফ্লপ সার্কিট ব্যবহার করা হয় না ।
  • PROM,EPROM,EEPROM ইত্যাদি রমের শ্রেণিবিভাগ ।



Next Post Previous Post
No Comment
Add Comment
comment url