সাত কলেজ ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩-২০২৪[বিশেষ অফার]
সাত কলেজ ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩-২০২৪
ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সাত কলেজ ভর্তি বিজ্ঞপ্তি ২০২৪, ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সাত কলেজ ভর্তি, ৭ কলেজ ভর্তি আসন সংখ্যা,৭ কলেজে ভর্তির যোগ্যতা,সাত কলেজ ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩,৭ কলেজ ভর্তি বিজ্ঞপ্তি সহ সকল তথ্য বিস্তারিত জানতে শেষ পর্যন্ত পড়তে থাকুন। বিশেষ অফারটি এই পোস্টের শেষে দেওয়া আছে।
সাত কলেজ ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩-২০২৪ |
আবেদন লিঙ্ক | https:collegeadinission.eis.du.ac.bd |
---|---|
আবেদন শুরু | ২১ শে মার্চ ২০২৪ |
আবেদন শেষ | ২৫ শে এপ্রিল ২০২৪ |
আবেদন ফি | ৬০০ |
পরীক্ষার সময় | ১ ঘণ্টা |
পরীক্ষার পদ্ধতি | MCQ |
মোট নাম্বার | ১০০ নাম্বার |
GPA | ২০ নাম্বার |
পাশ নাম্বার | ৪০ |
নেগেটিভ মার্ক | নেই |
আসন কোথায় পড়বে | ঢাবির এলাকায় |
মাধ্যম | বাংলা ও ইংলিশ |
সাত কলেজের ভর্তি পরীক্ষা কবে
বিভাগ | পরীক্ষার তারিখ |
---|---|
বিজ্ঞান | ১৭ মে ২০২৪ (সকাল ১১-১২ টা) |
ব্যবসায় | ১১ মে ২০২৪ (সকাল ১১-১২ টা) |
মানবিক | ১০ মে ২০২৪ (সকাল ১১-১২ টা) |
সাত কলেজ ভর্তি যোগ্যতা 2024
৭ কলেজে ভর্তির যোগ্যতা ২০২৪। ঢাবি অধিভুক্ত সাত কলেজ ভর্তি পরীক্ষা প্রতিটা বিভাগে আলাদা তারিখে হয়ে থাকে।
বিভাগের নাম | আবেদনের যোগ্যতা |
---|---|
বিজ্ঞান | এস এস সি ও এইচ এস সি (৪র্থ বিষয় সহ) মোট জিপি এ ৭.০০ |
ব্যবসায় | এস এস সি ও এইচ এস সি (৪র্থ বিষয় সহ) মোট জিপি এ.৬.৫০ |
মানবিক | এস এস সি ও এইচ এস সি (৪র্থ বিষয় সহ) মোট জিপি এ ৬.০০ |
সাত কলেজের আসন সংখ্যা
বিভাগ | আসন সংখ্যা |
---|---|
বিজ্ঞান | ৬৫০০ |
ব্যবসায় | ৫১৮৫ |
মানবিক | ১১৬৩০ |
সাত কলেজের ভর্তি পরীক্ষার মানবন্টন
- বাণিজ্য বিভাগ
- বিজ্ঞান বিভাগ
- কলা ও সমাজিক বিজ্ঞান বিভাগ
মানবিক/কলা ও সমাজিক বিজ্ঞান বিভাগ | মার্ক |
---|---|
বাংলা | ২৫ |
ইংরেজি | ২৫ |
বিজ্ঞান বিভাগ | |
---|---|
বাংলা,ইংরেজি,পদার্থবিজ্ঞান, | রসায়ন,গনিত,জীববিজ্ঞান। ৬ টি বিষয়ের মধ্যে ৪ টির উত্তর দিতে হবে। |
ব্যবসায় শিক্ষা/বাণিজ্য বিভাগ | মার্ক |
---|---|
বাংলা | ২০ |
ইংরেজি | ২০ |
হিসাববিজ্ঞান, | ২০ |
ব্যবসায় নীতি ও প্রয়োগ | ২০ |
মার্কেটিং/ ফিন্যান্স এন্ড ব্যাংকিং | ২০ |
মোট | ১০০ |
সাত কলেজে ভর্তি হতে কত টাকা লাগে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি ৭টি কলেজ
৭ কলেজগুলোর নামঃ
(১) ঢাকা কলেজ(2) কবি নজরুল সরকারি কলেজ
(৩) ইডেন মহিলা কলেজ
(8) বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ
(৫) সরকারি শহীদ সােহরাওয়ার্দী কলেজ
(৬) সরকারি বাঙলা কলেজ ও
(৭) সরকারি তিতুমীর কলেজ
বি দ্রঃ ইডেন মহিলা কলেজ এবং বেগম বদরুন্নেসা মহিলা কলেজের আসনসমূহ শুধুমাত্র মহিলাদের জন্য। ঢাকা কলেজের আসনসমূহ পুরুষদের জন্য সংরক্ষিত থাকবে। উপর্যুক্ত কলেজসমূহের ভর্তি কার্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের মাধ্যমে সম্পন্ন করা হবে। ডিগ্রিসমূহের সনদপত্র ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রদান করা হয়ে থাকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্য কোনো সুবিধা ভর্তিকৃত শিক্ষার্থীদের জন্য প্রযােজ্য নয়।
গুচ্ছ ভর্তি পরীক্ষার মানবন্টন ২০২৩-২৪
ঢাকা বিশ্ববিদ্যালয় ‘বিজ্ঞান ইউনিট ২০২৪ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি নির্দেশিকা ভর্তি পরীক্ষা:
- ‘বিজ্ঞান ইউনিটের অধীনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত উপযুক্ত সরকারি ৭টি কলেজে ২০২৩-২০২৪ শিক্ষাবত্রে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তির জন্য ২১ শে মার্চ ২০২৪ বিকল ৪:০০ টা হতে ২৫ শে এপ্রিল ২০২৪ তারিখ রাত ১১:৫৯ এর মধ্যে অনলাইনে আবেদন করতে হবে।
- সাত কলেজে বিজ্ঞান বিভাগে ভর্তি পরীক্ষার প্রশ্ন উচ্চ মাধ্যমিক পর্যায়ের পাঠ্যসূচি অনুযায়ী হবে এবং প্রত্যেক প্রার্থীকে পদার্থ ও রসায়নসহ মােট ৪টা বিষয়ের প্রশ্নের উত্তর দিতে হবে। প্রতি বিষয়ের জন্য মোট নম্বর ২৫।
- যে সকল প্রার্থী উচ্চ মাধ্যমিক অথবা সমমানের পর্যায়ে পদার্থ, রসায়ন, গণিত ও জীবজ্ঞান বিষয়ে অধ্যয়ন করেছে তার এ সকল বিষয়ে পরীক্ষা দিবে। তবে কোনো প্রার্থী ইস্যু করলে শুধুমাত্র উচ্চমাধ্যমিক পর্যায়ের ৪র্থ বিষয়ের পরিবর্তে বাংলা অথবা ইংরেজি থেকোনো একটি বিষয়ে পরীক্ষা দিতে পারবে।
- যে সকল প্রার্থী উচ্চমাধ্যমিক অথবা সমমানের পর্যায়ে উপযুক্ত ৪টি বিষয়ের মধ্যে যেসব বিষয় (সর্বোচ্চ দু'টি) অধ্যায়ন করেনি, তাদেরকে সেগুলাের পরিবর্তে বাংলা অথবা ইংরেজি বিষয়ে পরীক্ষা দিয়ে মোট চারটি বিষয় পূরণ করতে হবে।
- একজন শিক্ষার্থী কোন বিষয়ে ভর্তি হতে পারবে তা নির্ভর করবে সে উচ্চ মাধ্যমিক সমমান পর্যায়ে কোন কোন বিষয়ে অধ্যয়ন করেছে তার উপর বিজ্ঞান বিভাগ হতে উচ্চ মাধ্যমিকে পাসকৃতরা কেবলমত্র বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশহণ করবে। বিজ্ঞান বহির্ভূত বিষয়সমূহে ভর্তির জন্যও এটি প্রযােজ্য হবে।
- বিজ্ঞান ইউনিটের কোন পরীক্ষার্থী কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিট বা বাণিজ্য ইউনিটের পরীক্ষায় অংশ গ্রহন করতে পারবে না। তবে যদি কোন শিক্ষার্থী বিজ্ঞান ইউনিট হতে কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিট এবং বাণিজ্য ইউনিটের কোন বিভাগে ভর্তি হতে ইচ্ছুক হয় তাহলে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর অনলাইনে বিভাগ পছন্দক্রম ফরম পূরণের সময় তা উল্লেখ করতে হবে এবং অধিভুক্ত কলেজের বিধি মােতাবেক মেধার ভিত্তিতে আসন সংখ্যা অনুযায়ী বিভাগ নির্ধারণ করে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করা হবে।
- ভর্তি পরীক্ষার পাস নম্বর ৪০ | যারা ৪০ এর কম নম্বর পাবে তাদেরকে ভর্তির জন্য বিবেচনা করা হবে না।
- প্রার্থীকে প্রয়ােজনীয় MCQ এবং লিখিত অংশের উত্তরপত্রের ঘর পূরণ করার উপযােগী কালাে কালির বলপেন আনতে হবে। প্রত্যেক প্রার্থকে কেবল একটি MCQ পরীক্ষার উত্তরপত্র সরবরাহ করা হবে। অতএব উত্তরপত্র পূরণ করার সময় প্রার্থীদের সতর্কতা অবলম্বন করতে বলা হচ্ছে এবং পূরণ করতে গিয়ে যেকোনো ভুল-ভ্রান্তির দায়-দায়িত্ব প্রার্থীকেই বহন করতে হবে। উত্তরপত্রে Roll ও Serial না লিখলে বা ভুল লিখলে | ঘষামাজা করলে 'উত্তরপত্র বাতিল বলে গণ্য হবে।
- পরীক্ষায় কোনােপ্রকার ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না। পরীক্ষার হলে প্রার্থীর সঙ্গে ক্যালকুলেটর, মােবাইল ফোন, ব্লু-টুথ বা টেলিযােগাযােগ করা যায় এরূপ যেকোনাে প্রকার ডিভাইস রাখা সম্পূর্ণভাবে নিষিদ্ধ। পরীক্ষার হলে কোনাে প্রার্থীর কাছে এরূপ কোনাে প্রকার ডিভাইস পাওয়া গেলে, সে ব্যবহার করুক বা না করুক তাকে বহিষ্কার করা হবে।
- ভর্তি পরীক্ষার ঘন্টা পূর্ব থেকে বিস্তারিত অন বিন্যাস ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তির ওয়েবসাইটে (http:collegeadmission.eis.du.ac.bd) দেখা যাবে। এছাড়া আবেদনকার প্রবেশপত্রের নির্দেশনা অনুযায়ী এসএমএস এর মাধ্যমে নিজ নিজ অসিন বিন্যাস জানতে পারবে।
- পরীক্ষার দিন পরীক্ষা শুরুর নির্ধারিত সময়ের ৩০ মিনিট পূর্বেই পরীক্ষা কেন্দ্রের নির্দিষ্ট অসনে আসন গ্রহণ করতে হবে।
- কোনাে প্রার্থী অন্যের ছবি/নম্বরপত্র ব্যবহার করলে অথবা অন্য যেকোনাে অসদুপায় অবলম্বন করলে তার পরীক্ষা বাতিল এবং তার রুিদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
- পরীক্ষায় অদুপায় অবলম্বনের কোনাে রিপাের্ট থাকলে প্রার্থীর পরীক্ষা বাতিল বলে গণ্য হবে।
- পরীক্ষার্থীদের অবশই মাস্ক পরিধান করতে হবে।
সাত কলেজের ভর্তি প্রস্তুতি
কলা ও সমাজিক বিজ্ঞান বিভাগ