ন্যাশনাল আইডিয়াল কলেজ খিলগাঁও | অ্যাডমিশন ভর্তি ফলাফল

 ন্যাশনাল আইডিয়াল কলেজ খিলগাঁও

ন্যাশনাল আইডিয়াল কলেজ ঢাকার খিলগাঁও থানায় অবস্থিত। খিলগাঁও থানার বেশ কয়েকটি স্বনা মধন্য স্কুল ও কলেজ রয়েছে। তার মধ্যে ন্যাশনাল আইডিয়াল কলেজ অন্যতম। এই কলেজটি ন্যাশনাল ফাউন্ডেশন দ্বারা ২০০১ সালে প্রতিষ্ঠা লাভ করে। ২০১১,২০১২,২০১৩ ও ২০১৪ সালে ঢাকা বোর্ডে যথাক্রমে দ্বাদশ, নবম, একাদশ ও ৪র্থ স্থান লাভ করে। এছাড়া উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ২০২০ ও ২০২১ সালে শতভাগ শিক্ষার্থী পাস করে।

ন্যাশনাল আইডিয়াল কলেজ ভর্তি

একাদশ শ্রেণিতে ভর্তি হতে আগ্রহী শিক্ষার্থীরা ভর্তির নির্ধারিত ওয়েবসাইট www.xiclassadmission.gov.bd থেকে অনলাইনের মাধ্যমে ঢাকা শিক্ষাবোর্ড প্রদত্ত নির্দেশনা অনুযায়ী আবেদন করতে পারবে।  ভর্তিচ্ছু শিক্ষার্থীকে "ন্যাশনাল আইডিয়াল কলেজ" কে পছন্দ ক্রমের তালিকায় অবশ্যই ০১ নাম্বারে রাখতে হবে।

ন্যাশনাল আইডিয়াল কলেজ ভর্তি যোগ্যতা

ন্যাশনাল আইডিয়াল কলেজ ভর্তি হওয়ার যোগ্যতা। সকল বিভাগে  ইংরেজি বিষয়ে কমপক্ষে "B" গ্রেড থাকতে হবে। ssc পর্যায়ে উচ্চতর গণিত না থাকলে বিজ্ঞান বিভাগে ভর্তি হওয়া যাবে না। ব্যবসায় শিক্ষা বিভাগে গণিত ও হিসাব বিজ্ঞান বিষয়ে কমপক্ষে "B" গ্রেড থকেতে হবে। এবং সকল বিভাগে ৪র্থ বিষয় সহ অন্য কোন বিষয়ে প্রাপ্ত গ্রেড "C" এর নিচে গ্রহণযোগ্য নয়।

ন্যাশনাল আইডিয়াল কলেজ ভর্তির ন্যূনতম যোগ্যতা

একাদশ শ্রেনিতে বিজ্ঞান বিভাগে ভর্তির ন্যূনতম যোগ্যতা GPA 5.00 থাকতে হবে। আসন সংখ্যা ৫৫০ টি। ব্যবসায় শিক্ষা বিভাগে আবেদনের ন্যূনতম যোগ্যতা GPA ৩.৫০ ও আসন সংখ্যা ৩৭০ টি। মানবিক বিভাগের একাদশ শ্রেণিতে আবেদনের ন্যূনতম যোগ্যতা GPA ২.৫০ ও আসন সংখ্যা ১২০ টি।

 আশাকরি শিক্ষার্থীরা আবেদনের যোগ্যতা ও আসন সংখ্যা দেখে ভর্তি তালিকায় সিরিয়াল ঠিক করবে। আরেকটি বিষয় আবেদনের সময় এই কলেজ পছন্দ ক্রমের তালিকায় অবশ্যই এক নাম্বারে রাখতে হবে।

ভর্তির সময় যা যা লাগবে

১. এসএসসি-র একাডেমিক ট্রান্সক্রিপ্ট/ইন্টারনেটে প্রাপ্ত ফলাফল-এর ফটোকপি ২টি ২. প্রবেশপত্রের ফটোকপি ২টি ৩. রেজিস্ট্রেশন কার্ডের ফটোকপি ২টি ৪. প্রশংসাপত্রের ফটোকপি ২টি ৫. অনলা্ইন জন্মনিবন্ধন সনদ ১ কপি ৬. সদ্যতোলা পাসপোর্ট সাইজ ছবি ৩ কপি ৭. ভর্তি ফি ৭,৫০০ টাকা এবং ৩ মাসের টিউশন ফি ৮. ভর্তির সময় অভিভাবক হিসেবে বাবা মাকে সাথে নিয়ে শিক্ষার্থীকে উপস্থিত থাকতে হবে এবং কমপক্ষে ৩ ঘন্টা সময় হাতে নিয়ে আসতে হবে।

কোনো কাগজ সত্যায়িত করার প্রয়োজন নেই। * ভর্তি ফরম আগের দিন দেয়া হয়না। ভর্তি ফরম বিতরণের স্থান: ১২০-১২১/সি, খিলগাঁও, ঢাকা-১২১৯ (৫ নম্বর ভবন) লোকেশন: খিলগাঁও রেলগেট জোড় পুকুর মাঠের উল্টোদিকের গলিতে হাতের বামে।

ন্যাশনাল আইডিয়াল কলেজ ভর্তি অযোগ্যতা

যে কারণে ন্যাশনাল আইডিয়াল কলেজ খিলগাঁও তে ভর্তির অযোগ্য বলে বিবেচিত হতে পারেন। তা হল - ধূমপান , পাঠ বিরতি ও বিবাহিত।
অনলাইনে আবেদন ব্যতীত ন্যাশনাল আইডিয়াল কলেজে সরাসরি ভর্তির কোন সুযোগ নাই।

এই কলেজে কি হোস্টেল আছে?
না।

ন্যাশনাল আইডিয়ালের উচ্চ মাধ্যমিক ফলাফল ২০২২

উচ্চ মাধ্যমিক পরীক্ষা ২০২২ সালে এই প্রতিষ্ঠান থেকে মোট ৮৬৪ জন পরীক্ষা দেয় যাদের মধ্যে পাস করে ৮৬৩ জন । পাসের হার ৯৯.৮৮ %। জিপি এ ৫ পেয়েছে ৪৯০ জন। তাদের মধ্যে বিজ্ঞান থেকে ৩৯৯ জন, ব্যবসায় থেকে পেয়েছে ৫৪ জন ও মানবিক থেকে পেয়েছে ৩৭ জন ।

ন্যাশনাল আইডিয়ালের অ্যাডমিশন ফলাফল

প্রতি বছর অনেক এডমিশন পরীক্ষার্থী বিভিন্ন পাবলিক বিশ্ব বিদ্যালয়ে চান্স পেয়ে থাকে। এখানে ন্যাশনাল আইডিয়াল কলেজ থেকে ২০২৩-২০২৪ শিক্ষা বর্ষে সরকারি মেডিকেল কলেজে ভর্তির সুযোগ প্রাপ্ত শিক্ষার্থী দের তালিকা দেওয়া হল


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url